Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২১ ০৮:৫২

ফাইল ছবি

সুনামগঞ্জ: সদর উপজেলার খাইয়ার গাও এলাকাইয় এক শিশুকে ধর্ষণের দায়ে বাবুল মিয়া (২০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নান্টু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামি বাবুল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও এলাকার বাসিন্দা। তার বাবা মৃত দেওয়ান আলী।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালে ১ আগস্ট রাতে আসামি বাবুল মিয়া নির্যাতনের শিকার শিশুর ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে তার বাবা ও মা ঘুম থেকে উঠে আসামিকে হাতেনাতে ধরে ফেলে। ঘটনা জানাজানি হলে স্থানীয় ব্যক্তিরা উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে আসামিকে নিয়ে যায়। পরে বিচার না পেয়ে থানায় মামলা করা হয়। মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে ২০০২ সালের ৩ অক্টোবর অভিযোগপত্র দাখিল দাখিল করে। দীর্ঘদিন বিচারকাজ শেষে আদালত অভিযুক্ত বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করে।

সারাবাংলা/এসএসএ

ধর্ষণের দায়ে যাবজ্জীবন

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর