১৭ মাস পর খুলছে জবি
৭ অক্টোবর ২০২১ ১০:১৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২১ ১৩:৪৮
ঢাকা: করোনা সংক্রমণ মোকাবিলায় টানা ১৭ মাস সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
করোনা সংক্রমণের হারে ইতিবাচক পরিবর্তন এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একযোগে সব বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে পরীক্ষা ও নিয়মিত বাস সার্ভিস চালু হচ্ছে।
ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার জন্য হল প্রস্তুত করাসহ সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বিভাগগুলো। সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ায় দূরবর্তী শিক্ষার্থীদের আনা নেয়ার জন্য নিয়মিত বাস সার্ভিসও চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শুরুর দিন থেকেই নির্ধারিত রুটে বাস চলবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিনই পরীক্ষার্থীরা পরিবহন সুবিধা পাবেন বলে সারাবাংলাকে জানিয়েছেন পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল-মাসুদ।
তিনি বলেন, বাস আগের রুটে এবং সময়সূচিতেই চলবে। তবে শুধুমাত্র পরীক্ষার্থীরা পরিবহন সুবিধা পাবেন।
পরীক্ষা দুই শিফটে হওয়ায় বাসও দুই শিফটে চলবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাস একবার করেই যাওয়া-আসা করবে। সকালে আসবে একবার, যাবে একবার। দুই বার বাস চালানো সম্ভব না।’
এদিকে, সশরীরে পরীক্ষা এবং নিয়মিত বাস সার্ভিস চালু হওয়ায় খুশি জবি শিক্ষার্থীরা। মনোবিজ্ঞান বিভাগের ১২তম আবর্তনের শিক্ষার্থী আবির জানান, প্রায় এক বছরের সেশনজট, কবে মুক্তি মিলবে, জানা নেই। করোনার আগে জবিতে কোনো সেশনজট ছিল না। করোনা সংক্রমণের বেশ কিছু দিন পর অনলাইন ক্লাস শুরু হয়। ডিসেম্বর এর মধ্যেই দুই সেমিস্টারের ক্লাস চলে, তবে অনলাইনে মিড টার্ম পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে প্রশাসন অনেক দেরি করায়, ছয় মাসের বেশি সময় বেকার কেটেছে। এত দিন পরে হলেও সশরীরে পরীক্ষা, বাস সার্ভিস চালু হচ্ছে এটাও বা কম কিসে।
অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মেহেদী বলেন, দীর্ঘ বন্ধে তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। এখন তারা প্রথমবর্ষটা অন্তত শেষ করতে পারবেন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের মুখে ১৭ মার্চ থেকে জবি বন্ধ রয়েছে। এ বছরের শুরু থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জোর দাবি জানিয়ে আসছিল জবি শিক্ষার্থীরা। করোনা সংক্রমণ হার ওঠানামা করায় তা আর সম্ভব হয়নি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাওয়া এবং সংক্রমণ হার আরও কমে আসায় নিয়মিত কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছে জবি প্রশাসন।
সারাবাংলা/একেএম