‘অগ্নিকাণ্ডের সময় অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়’
৬ অক্টোবর ২০২১ ২১:২৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২১ ২২:০০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে অগ্নিকাণ্ডের সময় বিভিন্ন কক্ষে থাকা অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় এবং এতে হোটেলের স্বাভাবিক কার্যক্রমে কোনো ব্যাঘাত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৬ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে হোটেল কর্তৃপক্ষ আগুন লাগার পর তাদের গৃহীত ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এসময় পেনিনসুলা হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ, মহাব্যবস্থাপক সুমেদা গুনাবর্ধনা, প্রধান প্রকৌশলী ফরিদুল ইসলাম ছিলেন।
এর আগে মঙ্গলবার ভোরে হোটেলের বেজমেন্টে আগুন লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শট সার্কিট থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তাধীন বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ বলেন, ‘মঙ্গলবার বেজমেন্টে আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া হয়। ধোঁয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসও অনেকগুলো গাড়ি নিয়ে আসে। আমরা তাৎক্ষণিকভাবে নিরাপত্তার অংশ হিসেবে হোটেলের সব বৈদ্যুতিক লাইন বন্ধ করে দিই। ৮২টি কক্ষে থাকা অতিথিদের নিরাপদে নামিয়ে আনি। আগুন নিভে গেলে পুনরায় তারা হোটেলে উঠে যায়। তাদের প্রাতরাশও দেওয়া হয় এরপর।’
‘কয়েক ঘণ্টার মধ্যে হোটেলের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। এখনো ৮০টির বেশি কক্ষে আমাদের অতিথি রয়েছে। কোল্ড স্টোরের খাবার এবং প্রিন্টিংয়ের কিছু কাগজপত্র পুড়ে গেছে। তদন্ত করে দেখতে হবে, কী পরিমাণ ক্ষতি হয়েছে।’
আগুনের ঘটনায় তাদের শেয়ারবাজারেও কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ।
এদিকে, মহাব্যবস্থাপক সুমেদা গুনাবর্ধনা বলেন, ‘এই আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। তবে তা ছিল ছোট একটি ঘটনা। তাই কেউ যেন তাতে বিভ্রান্ত না হয়। নিরাপত্তার দিকটি শতভাগ নিশ্চিত করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’
২০২২ সালের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দর এলাকার পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন নামে পাঁচ তারকা হোটেলের উদ্বোধন করা হবে বলে ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর