‘বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ’
৬ অক্টোবর ২০২১ ১৯:০০ | আপডেট: ৬ অক্টোবর ২০২১ ১৯:০১
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি এবং তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘আবহমান কাল থেকেই সব ধর্মের মানুষ বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন করছে। অনুষ্ঠান আর উৎসব সবখানেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করে। বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ।’
বুধবার (৬ অক্টোবর) বিকেলে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজী ভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছিনা গাজী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার ধর্মীয় অনুষ্ঠান গুলোকে সর্বজনীন করার উদ্যোগ নিয়েছে। এ কারণে সব ধর্মের মানুষে এখানে মিলেমিশে বাস করছে।
জাতি, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্র্য মুক্ত ও উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হবে উল্লখ করে মেয়র হাছিনা গাজী বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেমন দেশ স্বাধীন করেছে, তেমনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ দেশ বিনির্মাণ করবে। বঙ্গবন্ধুর আদর্শের ধারক প্রধানমন্ত্রী এদেশের কৃষক-শ্রমিক-মেহনতীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে না পারলে এই অগ্রযাত্রা ব্যাহত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফিরোজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গনেশ চন্দ্র পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রমাকান্ত সরকার, সাধারন সম্পাদক কৃষ্ণ দয়াল শর্মাসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, রূপগঞ্জ উপজেলায় এ বছর ৪৩ মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব।