Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক শিল্পের পরিবেশবান্ধব টেকসই বিকাশ হচ্ছে: বিজিএমইএ সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৮:৩৮

ঢাকা: দেশের পোশাক শিল্পের পরিবেশবান্ধব টেকসই বিকাশ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (৫ অক্টোবর) বিজিএমইএ’র সহযোগিতায় ট্রেড কাউন্সিল অব ডেনমার্ক-বাংলাদেশ আয়োজিত ‘সবুজ রূপান্তরের ভবিষ্যতে মনোনিবেশ করুন: শিল্প প্রক্রিয়াসমূহের জন্য সবুজ প্রযুক্তি এবং টেকসই ভবন’ শীর্ষক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। বুধবার (৬ অক্টোবর) বিজিএমইএ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজিএমইএ সভাপতি বলেন, টেকসই উন্নয়ন বাংলাদেশের পোশাক শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। শিল্পটি বিকাশের জন্য বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করছে, আবার একইসঙ্গে পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করছে।

তিনি বলেন, আমাদের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) কর্তৃক সার্টিফায়েড ১৪৮টি লিড গ্রিন কারখানা রয়েছে, যার মধ্যে ৪৪টি প্লাটিনাম রেটেড এবং ৯১টি গোল্ড রেটেড। বিশ্বের শীর্ষ ১০০টি গ্রিন কারখানার মধ্যে ৪০টি কারখানারই অবস্থান বাংলাদেশে। ৫০০ কারখানার সনদ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবিনারটির উদ্দেশ্য ছিল বাংলাদেশে গ্রিন বিল্ডিং এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের জন্য ডেনমার্কের প্রযুক্তিগত সমাধান (টেকনিক্যাল সল্যুশন) বিষয়ে সচেতনতা বৃদ্ধি। টেকসই ভবন, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন এবং গ্রিন অর্থায়নের বিষয়গুলো ওয়েবিনারে আলোচনা করা হয়।

বিজিএমইএ সভাপতি বলেন, বিশ্ববাজারে আমাদের শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার জন্য উন্নত টেকসই প্রযুক্তি এবং উদ্যোগের কোনো বিকল্প নেই। উন্নত এলইডি ল্যাম্প, ডাইরেক্ট ড্রাইভ এক্সস্ট ফ্যান, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, সৌর বিদ্যুৎ, লো লিকোর ডাইংমেশিন, সার্কুলার টেকনোলজি, ওয়াটার ট্রিটমেন্ট এবং রিসাইক্লিং, কমপ্রেসড এয়ার সিস্টেম, অটোমেশন ইত্যাদির মাধ্যমে শিল্পে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর প্রচুর সুযোগ রয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

সারাবাংলা/ইএইচটি/আইই

বিজিএমইএ সভাপতি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর