Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সংসদ সদস্য মিজানুরের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৮:২৫

ঢাকা: খুলনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগের মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ চার্জশিট দাখিল করেন।

বুধবার (৬ অক্টোবর) দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে। আগামী ১০ অক্টোবর মামলাটিতে চার্জশিট গ্রহণের তারিখ ধার্য রয়েছে।

বিজ্ঞাপন

চার্জশিটে ২০ লাখ টাকার সম্পদ গোপনসহ ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০১৯ সালের ৭ আগস্ট ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেছিলেন মঞ্জুর মোর্শেদ।

সারাবাংলা/এআই/একে

মিজানুর সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর