Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৭:২৪

প্রতীকী ছবি

নেত্রকোনা: জেলার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে প্রধানমন্ত্রীর উপহার সরকারি ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) এবং ছেলে পিন্টু মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। ওই সময় তাপসিয়া নামে দেড় বছরের এক শিশু আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাম্প চালিয়ে ঘের পানি দেয়াওয়ার সময় বৈদ্যুতিক তারের জটিলতা থেকে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন আইবুল। পরে তার স্ত্রী ও সন্তান তাকে উদ্ধারে এগিয়ে আসলে তারাও বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/একেএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর