Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস: ন্যাপ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৭:১০

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘চাল-ডাল-তেল-আটা-পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দাবিতে’ বাংলাদেশ ন্যাপ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বাজারে চাল-ডাল-তেল-আটা-পেয়াজসহ প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য। ফলে লাগামছাড়া মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার শুধুমাত্র ধনিক শ্রেণি আর লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যাস্ত। ফলে বাজার সিন্ডিকেট জনগণের পকেট কেটে নিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘গরিব মানুষের সস্তায় কেনা শেষ পণ্য মোটা চালের কেজি পৌঁছেছে ৫০ টাকায়। চালের দামের ওপর নির্ভর করছে অন্যান্য জিনিসপত্রের দামের সমীকরণ। পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক এবং পেশাজীবীসহ সীমিত আয়ের মানুষ। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না সারাদেশে কালোবাজারি ঠেকানোর কার্যক্রম।’

ন্যাপ মহাসচিব বলেন, ‘বারবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির উপযুক্ত কোনো কারণ হাজির করতে পারেনি ব্যবসায়ীরা। বরাবরের মতো কৃত্রিম সংকট, সরবরাহে ঘাটতি ও আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলেছে ব্যবসায়ীরা। খাদ্যের অভাবে এই পৃথিবীতে কখনো পণ্যের দাম বাড়াতে হয়নি, সংকট সৃষ্টি হয়নি। সংকট তৈরি হয়েছে মজুতদারিতে, আড়তদারিতে।’

তিনি বলেন, ‘ক্রয়ক্ষমতার মধ্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে অশুভ দিনের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার ভারসাম্য সাধারণ মানুষের অধিকার। টিসিবি পণ্যের সহজলভ্যতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ করে বাংলাদেশে দুর্নীতি, কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের দাবি। নইলে আমাদের ওপর চরম বিপর্যয় নেমে আসবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া’র সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, লেবার পার্টি মহাসচিব আবদুল্লাহ আল মামুন, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য মতিয়ারা চৌধুরী মিনু, মো. আমজাদ হোসেন, মহানগর নেতা হাবিবুর রহমান, নারী নেত্রী মিতা রহমান, আনোয়ারা বেগম, লি রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

ন্যাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর