Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৭ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৭:০৩

টেকনাফ বিজিবি ক্যাম্পে ক্রিস্টাল মেথসহ আটক আব্দুল মজিদ

ঢাকা: কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদারবিল এলাকা থেকে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে সাত কোটি টাকা। এ সময় আব্দুল মজিদ (২০) নামে এক জনকে আটক এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ৫ অক্টোবর রাতে একটি বিশেষ টহলদল টেকনাফের গোদারবিল বাজার সংলগ্ন প্রধান সড়কের পাশে গোপনে কৌশলগত অবস্থান নেয়। বিজিবি টহলদল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই স্থানে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে, টহল দলের ধাওয়া খেয়ে এক ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে গোদারবিল এলাকার তিন তলা বাড়িতে উঠে যায়। বিজিবি টহল ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মজিদকে আটক করে এবং দুইটি প্যাকেটে দেড় কেজি ক্রিস্টাল মেথ জব্দ করে।

সারাবাংলা/ইউজে/একেএম

ক্রিস্টাল মেথ টেকনাফ বিজিবি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর