‘শুক্র-শনি পিএসসির নিয়োগ পরীক্ষা নয়’
৬ অক্টোবর ২০২১ ১৬:০৬
ঢাকা: করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকা নিয়োগ পরীক্ষাগুলোর জট কমাতে শুক্র ও শনিবার নিয়োগ পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার (৬ অক্টোবর) সারাবাংলাকে খবরটি জানিয়েছেন পিএসসির চেযারম্যান সোহরাব হোসেন। তবে তিনি এও বলেছেন, ‘এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য।’
সোহরাব হোসাইন বলেন, ‘এখন নিয়োগ পরীক্ষার যে জট চলছে সেটি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহামারি পরিস্থিতির কারণে এ নিয়োগ জট হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি শেষ হবে।’
তিনি বলেন, ‘নতুন কোনো নিয়োগ পরীক্ষা শুক্র ও শনিবার নেওয়া হবে না। এই সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। নতুন বিজ্ঞপ্তিগুলোতে ছুটির এই দুই দিন পরীক্ষা না রাখার চেষ্টা করব।’
উল্লেখ্য, পিএসসির মাধ্যমে হওয়া সব নিয়োগ পরীক্ষাই সাধারণত শুক্র ও শনিবার হয়ে থাকে। করোনা মহামারি কারণে এই দুই দিনে চাকরির পরীক্ষার চাপ অনেক বেড়েছে। ফলে চাকরিপ্রার্থীরা চাইলেও সব পরীক্ষায় অংশ নিতে পারছেন না।
সারাবাংলা/টিএস/পিটিএম