Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৪ দিন

লোকাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৫:৩৮

বেনাপোল (যশোর): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

বুধবার (৬ অক্টোবর) সকালে ভারতের পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎস শারদীয় দুর্গপূজা। এজন্য আগামী ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চার দিন আমাদের সরকারি ছুটি। তাই এ চার দিন আমদাননি-রফতানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাজে যোগ দিবে না। তারা নবমী ও বিজয় দশমী শেষে কাজে যোগ দেবেন। আগামী ১৬ অক্টোবর শনিবার থেকে দু’দেশের মধ্যে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশন থেকে একটা চিঠি পেয়েছি। সেখানে লেখা আছে- দুর্গাপূজার সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য চারদিন বন্ধ রাখবেন। ১৬ অক্টোবর শনিবার আমদানি-রফতানি পুনরায় চালু হবে।

তিনি আরও বলেন, ভারত থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্য বাংলাদেশে আসতে সময় কম লাগে। তাই আমদানিকারকরা এ বন্দর দিয়ে অধিকাংশ পণ্য আমদানি করে। এ বন্দর দিয়ে গার্মেন্টস শিল্পের কাঁচামাল, ওষুধের কাঁচামাল,কেমিক্যাল, মটরপার্টস’সহ কয়েকশ রকমের পণ্য আমদানি হয়ে থাকে। আর বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, গার্মেন্টস সামগ্রী, সয়াবিন জাতীয় পণ্য ও ভুসি এ বন্দর দিয়ে ভারতে রফতানি হয়ে থাকে। চার দিন আমদানি বন্ধ থাকলে আমাদের গার্মেন্টস শিল্পের কাঁচামালে কিছুটা ঘাটতি পড়বে। তবে এ কয়েকদিন বেনাপোল কাস্টমস ও বন্দর খোলা থাকবে এবং লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলবে।

বিজ্ঞাপন

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকার কারণে ভারতীয় ব্যবসায়ীরা ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি সংক্রান্ত কোনো কাজ করবে না। এ কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বন্দরের লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। আর বন্ধের এ চার দিন বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সারাবাংলা/এনএস

আমদানি-রফতানি বন্ধ টপ নিউজ বেনাপোল-পেট্রাপোল বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর