Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার প্রয়োজন নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৫:২২ | আপডেট: ৬ অক্টোবর ২০২১ ১৭:২০

ফাইল ছবি: ওবায়দুল কাদের

ঢাকা: নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচন সংক্রান্ত সবকিছুই নির্বাচনকালে ইসির অধীনে চলে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে। আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে।’

আওয়ামী লীগ থেকে বাঁচতে নাকি জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের মানুষ এতটা বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাঁপ দেবে। জনগণ অনেক আগেই বিএনপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই তা পরিষ্কার হয়ে গেছে।’

টঙ্গীবাড়ী উপজেলা সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লা হিরু, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/পিটিএম

আলোচনা নির্বাচনকালীন সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর