Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বাসচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১৩:০৭

নিহত এএসআই আরিফুজ্জামান

রংপুর: যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও সন্তান। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পুলিশ কর্মকর্তার নাম আরিফুজ্জামান। তিনি রংপুর সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।

ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আরিফুজ্জামান তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে চড়ে পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন। এসময় নগরীর হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনে রুপা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে আরিফুজ্জামান মারা যান। তার স্ত্রী ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি জানান, রুপা এন্টারপ্রাইজের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহাকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, নিহত এএসআই আরিফুজ্জামানের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসএ

টপ নিউজ পুলিশ কর্মকর্তার মৃত্যু রংপুরে বাসচাপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর