Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রাকবোঝাই সেগুন কাঠসহ গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ১২:৫৩

বাম থেকে টুকু বড়ুয়া ও হেলাল উদ্দিন, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বনাঞ্চল থেকে কেটে পাচারের সময় এক ট্রাক সেগুন কাঠসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর ছিন্নমূল গেইট থেকে তাদের গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলার কাছে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার দু’জন হলেন- হেলাল উদ্দিন (৩১) ও টুকু বড়ুয়া (৪২)।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি মো. কামরুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার রাতে নগরীর আরেফিন নগরে বায়েজিদ থানা পুলিশের নিয়মিত অভিযানের সময় কাঠবোঝাই একটি ট্রাক থামানো হয়। ট্রাকটি ছিন্নমূল এলাকা থেকে আরেফিন নগরের দিকে আসছিল। জিজ্ঞাসাবাদে ট্রাকে থাকা লোকজন গাছের কোনো কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ‘ছিন্নমূল এলাকার গভীর বনাঞ্চল নিয়মিত মূল্যবান গাছ কেটে পাচার করে কয়েকটি চক্র। টুকু এমন একটি চক্রের মূল হোতা। গত সপ্তাহেও তারা কাঠ কেটে পাচার করেছে। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।’

সারাবাংলা/আরডি/এনএস

বনাঞ্চল সেগুন কাঠ সেগুন কাঠ পাচার