Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২১ ০৮:৪৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২১ ১৩:০৮

আরফিন শরীফ পাটোয়ারী, ছবি: সারাবাংলা

খাগড়াছড়ি: জেলার রামগড় উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরফিন শরীফ পাটোয়ারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম চাইথোয়াই মারমা। সীমান্তবর্তী রামগড় উপজেলার মাস্টারপাড়ায় গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে অংশেউ মারমা জানান, কিছুদিন আগে অভিযুক্ত শরীফ পাটোয়ারী তাদের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় থানায় অভিযোগ করার জেরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মদ্যপ হয়ে তার বাবাকে ইট দিয়ে মাথায় আঘাত করে শরীফ। পরে শরীরে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় চাইথোয়াইকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ৭০ ভাগের বেশি দগ্ধ হয়েছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে শরীফ পাটোয়ারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এনএস

আগুনে পুড়িয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর