সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন: মোক্তার পেলেন জাপার মনোনয়ন
৫ অক্টোবর ২০২১ ২৩:৪৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২১ ০৯:৩৯
ঢাকা: সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে মো. মোক্তার হোসেনকে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট হবে।
মঙ্গলবার (৫ অক্টোবর) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে মোক্তারের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সাক্ষাৎকার নিয়ে প্রার্থী চূড়ান্ত করেন জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই আসনে উপনির্বাচনের ভোট নিতে হবে। এর মধ্যেই অবশ্য এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এর আগে ১০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন অংশ নিতে আগ্রহী প্রার্থীরা। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি চলবে ১২ থেকে ১৪ অক্টোবর। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা ১৮ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ১৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সারাবাংলা/এএইচএইচ/টিআর
জাতীয় পার্টি মো. মোক্তার হোসেন লাঙ্গলের প্রার্থী সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন