বিনামূল্যে স্তন ক্যানসার শনাক্তকরণ কর্মসূচি বিএসএমএমইউতে
৫ অক্টোবর ২০২১ ১৬:২৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২৩:২৭
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হয়েছে বিনামূল্যে স্তন ক্যানসার শনাক্তকরণ কর্মসূচি। প্রতিষ্টানটির ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে এ কর্মসূচি শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, স্তন ক্যানসার চিকিৎসার সুব্যবস্থা রয়েছে বিএসএমএমইউতে। স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
এ দিন প্রতিষ্ঠানটির এফ ব্লকে এ কর্মসূচির আয়োজন করা হয় ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে। ‘পরাজিত হোক ক্যানসার, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায়’ এ প্রতিপাদ্য নিয়ে এবারের এই কর্মসূচি চালু করা হয়েছে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল বারী, অধ্যাপক ডা. সাওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, সহকারী প্রক্টর ডা. নাজির উদ্দিন মোল্লা, ডা. মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসবি