Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউতে ফের চালু হলো বৈকালিক স্পেশালাইজড আউটডোর সেবা

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ১৭:১১ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২৩:১৩

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে বন্ধ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বৈকালিক স্পেশালাইজড বহির্বিভাগ। তবে কোভিড-১৯ সংক্রমণ কিছুটা কমে আসায় এই সেবা আবার চালু করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে দেশের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ কমিউনিটি অফথালমোলজি বিভাগের বহির্বিভাগে রোগী দেখার মাধ্যমে এই সেবাকাজ আবার চালু করেন।

বিজ্ঞাপন

এসময় উপাচার্য রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউডোর সার্ভিস অব্যাহত রাখা হবে বলে জানান।

রোগী দেখা শেষে উপাচার্য বিকেলে বিভিন্ন বিভাগে চলমান বৈকালিক স্পেশালাইজড আউটডোরের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু হওয়ায় সেখানে আসা রোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

এ দিন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, শিশু ও ডেন্টাল অনুষদের ২৪টি বিভাগে এই চিকিৎসাসেবা কার্যক্রম দেওয়া হচ্ছে। এসব বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিকেল ৩টা থেকে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসবি

উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর