ঢাবিতে ক্লাস শুরু ১৬ অক্টোবর, সবার জন্য হল খুলছে ১০ অক্টোবর
৫ অক্টোবর ২০২১ ১৯:৫৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২৩:৪৪
স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পর বাকি সব বর্ষের শিক্ষার্থীদেরও হলে ওঠার সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১০ অক্টোবর থেকে স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও হলে উঠতে পারবেন। আর শ্রেণিতে শিক্ষার্থীদের উপস্থিত রেখে পাঠদান শুরু হবে আগামী ১৬ অক্টোবর।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম. সৈয়দ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. ইশতিয়াক বলেন, আজ (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হল খোলা হয়েছে। আগামী ১০ অক্টোবর স্নাতক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানো হবে।
এদিকে, সন্ধ্যায় অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় ১৬ অক্টোবর থেকে সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আকরাম হোসেন সারাবাংলাকে বলেন, ‘১০ তারিখ থেকে সব শিক্ষার্থী হলে উঠতে পারবেন। এরপর ১৬ তারিখ থেকে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।’
এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে ৫ অক্টোবর প্রথম পর্যায়ে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ২৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগার খুলে দেওয়ার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী ২৬ সেপ্টেম্বরেই গ্রন্থাগারগুলো খুলে দেওয়া হয়।
ছবি: হাবিবুর রহমান
সারাবাংলা/আরআইআর/টিআর