Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দেবে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ১৯:১১ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২৩:৪৪

ফাইল ছবি

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘কোন সুখের আশায় জনগণ বিএনপিকে ভোট দেবে’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের মানুষ শাসক দলের ওপর অতীষ্ঠ হয়ে গেছে। তাই আওয়ামী লীগের হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে।’

এর আগে, জাতিসংঘ সফর থেকে ফিরে সোমবার (৪ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ বিএনপির সময় কী পেয়েছে আর আওয়ামী লীগের সময় কী পেয়েছে? সেটির তুলনা করতে হবে। জনগণ কাকে ভোট দেবে, আওয়ামী লীগের বাইরে আর কে আছে? কারা, কেন, কী কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে?’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) হাত থেকে বাঁচার জন্য জনগণ বিএনপিকে ভোট দেবে। তারা দেশের যে অবস্থা তৈরি করেছে, তাতে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। জীবিকারও কোনো নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস। সন্ত্রাস ছাড়া আর কোনো কিছুই নেই। মানুষ অতীষ্ঠ।’

তিনি বলেন, ‘১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে তারা ক্ষমতায় এসেছিলেন। এখন ৭০ টাকা কেজি চাল। তারা বিনা পয়সায় কৃষককে সার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, তা দেননি। মানুষ কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য বিএনপিকে ভোট দেবে।’

নির্বাচন কমিশন গঠন ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন যেমনই হোক, নির্বাচনকালে নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয় না। নির্বাচন কমিশন যদি ভালোও হয়, সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু হবে না। এর আগেও সার্চ কমিটির নামে নিজস্ব লোক দিয়ে কমিশন গঠন করা হয়। সার্চ কমিটি একটি ধোঁকা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ টপ নিউজ প্রধানমন্ত্রী বিএনপি মির্জা ফখরুল শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর