নির্বাচন পরে, আগে সভা-সমাবেশের সুযোগ দিন: সালাম
৫ অক্টোবর ২০২১ ১৬:৩০ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৯:০৫
ঢাকা: বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়, আগে সভা-সমাবেশ করার সুযোগ চান ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গ মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
আবদুস সালাম বলেন, ‘আমাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসা ছাড়া আমরা কোথাও বসতে পারি না। সুতরাং যারা আমাদের এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য পরামর্শ দেন, তাদের উদ্দেশে বলব, সরকারকে বলুন, তারা যেন আমাদের সভাগুলো করতে দেয়, সম্মেলন করতে দেয়। এগুলোই তারা করতে দেয় না। আর নিরপেক্ষ নির্বাচন করতে দেবে কীভাবে?’
‘আওয়ামী লীগ তাদের পার্টি অফিসের সামনে জনসভা করবে, মিটিং করবে আর বিএনপিকে করতে দেবে না। করতে গেলেই আইন-শৃঙ্খলার ক্ষতি সাধন হবে, এভাবে তো চলতে পারে না’— বলেন আবদুস সালাম।
তিনি বলেন, ‘আমরা সবগুলো ওয়ার্ডে কর্মীসভা করব। এখানে আপনাদের (সাংবাদিক) সহযোগিতা দরকার। কারণ, আমাদের মিছিল-মিটিং করার অধিকার নেই, সমাবেশ করার অধিকার নেই। আমাদের নেতারা নিজেদের বাড়িতে ১০/১২ জন মিলে বসলে, ফরম বিতরণ করতে গেলে সেখানে কিছু সময়ের মধ্যে পুলিশ হাজির হয়।’
বিগত কয়েক দিনে ঢাকা মহানগর বিএনপিকে কোথাও কোনো প্রোগ্রাম করতে দেয়নি অভিযোগ করে আবদুস সালাম বলেন, ‘এ ঘটনায় আগেও আমরা বিবৃতি দিয়েছি, নিন্দা জানিয়েছি। এখন আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, বিএনপি একটি গণতান্ত্রিক সংগঠন। আমরা গণতান্ত্রিকভাবে আমাদের দলে গড়ে তুলতে চাই। সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাউন্সিল করব, কর্মী সভা করব। সেই কর্মীসভায় যাতে পুলিশ কোনো বাধা না দেয় এ ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই।’
তিনি জানান, ইতোমধ্যে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর মাধ্যমে তারা চেষ্টো করেছেন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে এবং বিষয়গুলো সুরাহ করতে।
মতবিনময় সভায় খালেদার মুক্তি, তারেকের মামলা প্রত্যাহার, রাজধানীতে ডেঙ্গু ও করোনা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, হাসপাতালগুলোতে দ্রুত আইসিইউ’র ব্যবস্থা করা এবং নিত্য পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ঢাকা মহানগর (দকিষণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মো. মোহন, আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, হারুনুর রশীদ হারুন, তানভীর আহমেদ, লিটন মাহমুদ, সেকেন্দার কাবিল, মুনির হোসেন, সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক, সদস্য সচিব নজরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা গোলাম মওলা শাহীন প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম