নির্দেশনা অমান্য করে শিমুলিয়া ঘাটে ভারি যানবাহন
৫ অক্টোবর ২০২১ ১৩:০১ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৫:১৭
মুন্সীগঞ্জ: সীমিত আকারে চালু হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ দ্বার শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটের ফেরি চলাচল। পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা ও তীব্র স্রোতের কারণে টানা ৪৭ দিন বন্ধ ছিলো এই নৌ রুটটি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে জরুরি পরিষেবার ও ছোট আকারের যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কেটাইপ ফেরি ক্যামেলিয়া ও মাঝারি আকারের ফেরি বেগম সুফিয়া কামাল।
বিআইডব্লিউটিসির উপ-মহা ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ফেরি চলাচলের খবরে মহাসড়কসহ ঘাট এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে পণ্যবাহী ট্রাক ও ভারি যানবাহন পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। কিন্তু বিআইডব্লিউটিসির পক্ষ থেকে বারবার তাদের নির্দেশনার কথা জানিয়ে ফিরে যেতে বললেও ওইসব যানবাহন ঘাট ছাড়ছে না।
তিনি আরও জানান, নদীর স্রোত পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ঝুঁকি এড়াতে বহরে ৫টি ফেরি রাখা হলেও বর্তমানে ৪টি ফেরি চলছে। নির্দেশনা মেনেই ভারি যানবাহন পারাপার থেকে বিরত রয়েছে ফেরিগুলো। এছাড়া রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফেরির আকার ও সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও