Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরের ৪ তরুণী উদ্ধার, খোঁজ মেলেনি পল্লবীর তিন জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ১২:১৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৪:৪৫

নারী পাচার [প্রতীকী ছবি]

ঢাকা: পুলিশের মিরপুর বিভাগ থেকে প্রায় কাছাকাছি সময়ে একই সঙ্গে সাত তরুণী নিখোঁজ হয়। এরমধ্যে মিরপুর মডেল থানা পুলিশ ৪ তরুণীকে উদ্ধার করলেও পল্লবীর তিন তরুণীর এখনও খোঁজ মেলেনি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুরের চার তরুণীকে উদ্ধার করা হয়। মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মিরপুর বিভাগ হতে মোট সাত তরুণী নিখোঁজ ছিলো। নিখোঁজ ৭ তরুণীর মধ্যে মিরপুরের চার জন উদ্ধার হয়েছে। এরমধ্যে দুইজন সদরঘাট আর দুই জনকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। পল্লবীর তিন জনকেও উদ্ধারে কাজ করা হচ্ছে।’

গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় তিন বান্ধবী। একই দিন মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ হয় দুই তরুণী। পরদিন শুক্রবার মিরপুর মডেল থানা এলাকা হতে আরও দুই তরুণী নিখোঁজ হয়।

আরও পড়ুন: অবশেষে ৩ কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা নিল পুলিশ

সারাবাংলা/ইউজে/এমও

তরুণী নিখোঁজ পল্লবী সাত তরুণী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর