চট্টগ্রামে পেনিনসুলা হোটেলে অগ্নিকাণ্ড
৫ অক্টোবর ২০২১ ১২:০৩ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৪:২৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পেনিনসুলা হোটেলে আগুন লাগার পর প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হোটেলে অবস্থানরত অতিথিদের মধ্যে আতঙ্কজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে পেনিনসুলার কর্মকর্তারা জানিয়েছেন
মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে হোটেলের বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে যায়।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক নিউটন দাশ সারাবাংলাকে বলেন, ‘বেজমেন্টে আগুন লেগেছে। আমরা পুরোপুরি নিশ্চিত নয়, ধারণা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। এটা তদন্তসাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। সকাল ৯টা ৫ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখন পুরোপুরি নির্বাপনের কাজ চলছে। ক্ষয়ক্ষতিও তদন্তসাপেক্ষে বলা যাবে।’
হোটেলের অতিথিদের মধ্যে আতঙ্কজনক কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বোর্ডাররা যেখানে থাকেন, তার থেকে একটু দূরে আগুন লেগেছে। সে কারণে খুব বেশি আতঙ্ক তৈরি হয়নি।’
পেনিনসুলা হোটেলের ব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) কামাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘মূল ভবনে আগুন লাগেনি। এক্সটেনশন ভবনের বেজমেন্টে শটসার্কিট থেকে আগুন লেগেছে। আগুনের চেয়ে ধোঁয়া বেশি ছিল। এজন্য মনে হয়েছে বড় ধরনের অগ্নিকাণ্ড। আসলে আগুন তেমন ছিল না। গেস্টরা থাকেন হোটেলের মূল ভবনে। এক্সটেনশন ভবন একটু দূরে। বোর্ডারদের নিরাপত্তায় কোনো সমস্যা হয়নি।’
উল্লেখ্য, অভিজাত হোটেল দি পেনিনসুলা চিটাগং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মালিকানাধীন।
সারাবাংলা/আরডি/এমও