Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার অতিমূল্যায়িত হয়নি: বিএসইসি চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ২১:৩৫

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজার নিয়ে আতঙ্ক না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘কেউ কেউ বাস্তবতার বাইরে গিয়ে পুঁজিবাজার অতিমূল্যায়িত বলে মন্তব্য করেন। বাস্তবে পুঁজিবাজার অতিমূল্যায়িত না।’

সোমবার (৪ অক্টোবর) বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসি‘র চেয়ারম্যান এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান। এসময় কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী বক্তব্য রাখেন।

শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘কেউ কেউ সূচক দেখে পুঁজিবাজার অতিমূল্যায়িত হয়েছে বলে মন্তব্য করে থাকেন। কিন্তু দেশের অর্থনীতি, জিডিপি ও মাথাপিছু আয় যে হারে উন্নতি হয়েছে, সে হারে কিন্তু পুঁজিবাজার বাড়েনি। কিন্তু কেউ এ বিষয়গুলোর সঙ্গে তুলনা করে না।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘সিকিউরিটিজের দর বাড়লে মূল্যসূচক বাড়ে, এটাই স্বাভাবিক। তাই শুধু এই সূচক দিয়ে বাজারকে বিবেচনা করা ঠিক হবে না। মূল্য-আয় (পিই) অনুপাতকে বিবেচনায় নিতে হবে। এ বিবেচনায় পুঁজিবাজার অতিমূল্যায়িত না। বর্তমান কমিশন পুঁজিবাজারকে এগিয়ে নিতে নতুন নতুন পণ্য আনার চেষ্টা করছে। এছাড়া কমিশন প্রধান অংশ স্টেকহোল্ডার বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ও বিনিয়োগের রিটার্ন নিশ্চিতে কাজ করছে। একইসঙ্গে সুশাসনে জোরদার করছে কমিশন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এগিয়ে আসেন। তারা পুঁজিবাজারের খোঁজখবর রাখেন। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহযোগিতা করেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।’

সারাবাংলা/জিএস/এমও

পুঁজিবাজার বিএসইসি চেয়ারম্যান

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর