দুর্নীতিবাজ ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি ইমরান খানের
৪ অক্টোবর ২০২১ ২১:৪৯ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ০৮:৩৯
প্যানডোরা পেপার্সে নাম আসা ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে রোববার বিবিসি, গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠদের কয়েকজন গোপনে একাধিক কোম্পানি এবং ট্রাস্টের মালিক। জ্ঞাত সম্পদের বাইরেও তাদের লাখ লাখ ডলারের সম্পত্তি রয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠজনরা লাখো ডলার অফশোর বিনিয়োগের সঙ্গে জড়িত। এ তালিকায় রয়েছেন ইমরান সরকারের মন্ত্রীসহ সরকারের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি। এসব ব্যক্তিরা ইমরান খানের ইনার সার্কেলের সদস্য বলে দাবি করা হয় প্রতিবেদনে।
পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্যানডোরা পেপার্সে ৭০০ জনেরও বেশি লোকের নাম রয়েছে, তাদের মধ্যে মন্ত্রিসভার দুই সদস্যও রয়েছেন।
ফাঁস হওয়া নথি অনুযায়ী, পাকিস্তানের অর্থমন্ত্রী শওকত তারিন এবং তার পরিবারের সদস্যরা চারটি অফশোর ফার্মের মালিক। ফাঁস হওয়া নথিপত্রের বরাতে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পানিসম্পদমন্ত্রী চৌধুরী মুনিস এলাহি অফশোর কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, তবে পরে তিনি এ বিনিয়োগ প্রত্যাহার করে নেন। এলাহি পরিবারের এক মুখপাত্র অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।
সোমবার এক বিবৃতিতে প্যানডোরা পেপার্সে নাম আসা ব্যক্তিদের ব্যাপারে তদন্ত চালানোর প্রতিশ্রুতি দেন ইমরান খান। বিবৃতিতে তিনি নথি ফাঁস হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদমাধ্যম মিলে ১ কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে। গোটা এ তদন্তের নাম দেওয়া হয়েছে প্যানডোরা পেপার্স।
প্যানডোরা পেপার্সে বিশ্বের ৯০টির বেশি দেশের মন্ত্রী, বিচারক, মেয়র ও সেনাবাহিনীর জেনারেলদের আর্থিক তথ্য প্রকাশ পেয়েছে। এ তালিকায় নেতাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মতো সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধানরা।
আরও পড়ুন-
সারাবাংলা/আইই