Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ইসমাঈলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ২১:১৮

নাখালপাড়া রেললাইন

ঢাকা: রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ইসমাঈল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (৪অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. আবেদ আলী জানান, তাদের বাড়ি নরসিংদী জেলায়। স্ত্রী শিউলি আক্তার ও এক ছেলেকে নিয়ে পূর্ব নাখালপাড়ায় ভাড়া থাকতো ইসমাঈল। আগে ব্যবসা করলেও বর্তমানে তেমন কিছুই করতো না সে। বিকালে কাজের কথা বলে বাসা থেকে বের হন ইসমাঈল। এর কিছুক্ষণ পর জানতে পারি নাখালপাড়ায় রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় একটি ট্রেনের ধাক্কায় আহত গুরুতর আহত হয় ইসমাঈল।

দ্রুত তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন ইসমাঈলের মামা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানতে পেরেছি নাখালপাড়ায় রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় একটি ট্রেনের ধাক্কায় মারা যান ইসমাঈল। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

ইসমাঈলের মৃত্যু ট্রেনের ধাক্কা নাখালপাড়া রেললাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর