Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অচলায়তন ভাঙছে, আগামীকাল খুলছে ঢাবির হল

ঢাবি করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ২১:০১ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ২৩:০০

ঢাবি: দীর্ঘ আঠারো মাসের অচলায়তন ভেঙে অবশেষে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে প্রথম পর্যায়ে আগামীকাল স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে ফেরাচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হলে ফেরাতে সার্বিক প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্বাস্থ্যবিধি ও SOP (Standard Operating Procedure) অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দেখিয়ে শিক্ষার্থীরা আগামীকাল ৫ অক্টোবর ২০২১ সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবেন।’

বিজ্ঞাপন

আগামীকাল বিশ্ববিদ্যালয়ের দুটো আবাসিক হল পরিদর্শন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সকাল ১০টায় বিজয় একাত্তর হল এবং সকাল ১০.৩০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করবেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের হলে ফেরানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবাসিক হলগুলোগুলোর সংস্কার কাজ একেবারে শেষের পথে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী-শূন্য থাকা হলগুলোর বিভিন্ন অংশে মেরামত এবং হলে ফেরা শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আলাদা নীতিমালা প্রণয়ণ করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা গেছে, সুরক্ষা নিশ্চিত করতে প্রত্যেক হলে হাত ধোওয়ার বেসিন নির্মাণ করেছে কর্তৃপক্ষ।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকেই খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারসহ বিভাগগুলোর সেমিনার। প্রাথমিকভাবে কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ জন এবং বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আগামী আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আগে আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। হল খোলার পর সশরীরে শ্রেণী কার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অধ্যাপক একেএম গোলাম রব্বানী জানান, প্রথম পর্যায়ে স্নাতক চতুর্থবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে উঠানোর পর পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানো হবে।

হল খোলার পর কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে আইসোলেশন ব্যবস্থার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তৃতীয় তলায় ২৫টি শয্যা স্থাপন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠে খেলোয়াড়দের রেস্ট রুমে স্থাপন করা হয়েছে আরও ২৫টি বেড।

বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডা. সারওয়ার জাহান মুক্তাফী সারাবাংলাকে বলেন, ‘সার্বিকভাবে আমাদের প্রস্তুতি শেষ। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তৃতীয় তলায় ২৫টি এবং খেলার মাঠের গেস্টরুমে ২৫টি আইসোলেশন শয্যা স্থাপন করা হয়েছে।’

করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় ২০২০ সালের ১৯ মার্চ থেকে বন্ধ ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিকগুলো।

সারাবাংলা/আরআইআর/এমও

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির হল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর