বন্ধ হলো ভারতে ইলিশ রফতানি
৪ অক্টোবর ২০২১ ১৭:১৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১৭:২৪
বেনাপোল: বন্ধ হয়ে গেল ভারতে ইলিশ রফতানি। গতকাল পর্যন্ত সরকার অনুমোদিত চার ভাগের একভাগ ইলিশ রফতানি হয়েছে ভারতে। চলতি ইলিশের মৌসুমে পর্যাপ্ত পরিমান ইলিশ ধরা না পড়ায় এ বছর রফতানি কমে হয়েছে বলে মনে করছেন রফতানিকারকরা।
সোমবার (৪ অক্টোবর) বন্দর সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারের বিশেষ অনুমতিতে ১১৫ জন আমদানিকারক প্রতিষ্ঠানকে ভারতের পশ্চিমবাংলায় ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি পেয়েছিল।
বাজারে মাছ সংকট এবং উচ্চমূল্যের কারণে ৫১টি প্রতিষ্ঠান গতকাল রোববার পর্যন্ত ১ হাজার ১০৮ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি করতে সক্ষম হয়। অনুমোদন পাওয়া বেশির ভাগ রফতানিকারক প্রতিষ্ঠান এবছর এক কেজি ইলিশও রফতানি করতে পারেননি।
বেনাপোলের রফতানিকারক বিশ্বাস এন্টারপ্রাইজের মালিক মোতালেব বিশ্বাস বলেন, ‘এ বছর চাহিদার তুলনায় অনেক কম পরিমান ইলিশ ধরা পড়েছে। তাছাড়া দেশের বাজারের তুলনায় ভারতে রফতানি মূল্য কম হওয়ায় উচ্চমূল্যে বাজার থেকে ইলিশ কিনে তা রফতানি করা সম্ভব হয়নি।’
২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধের পর থেকে প্রতিবছর দুর্গাপূজাকে ঘিরে সরকার বিশেষ অনুমতি পত্রে ভারতে ইলিশ রফতানির সুযোগ দিয়ে আসছে। এবছর ভারতে ইলিশ রফতানি শুরু হয় গত ২২ সেপ্টেম্বর। প্রথমদিনে রফতানি হয় প্রায় ৮০ মেট্রিক টন।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘৪ হাজার ৬০০ মেট্রিক টনের বিপরীতে রোববার পর্যন্ত ভারতে রফতানি হয়েছে মাত্র ১ হাজার ১০৮ মেট্রিক টন। এবছর ইলিশ রফতানি করে ১১লাখ ২২ হাজার ৮০০ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার টাকা।’
সারাবাংলা/এমও