Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির অস্থায়ী ক্যাম্পে প্রথম দিন ভ্যাকসিন নিলেন ২১০জন

ঢাবি করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২১ ১৬:৫১ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১৭:৪৬

ঢাবির বিশেষ অস্থায়ী ক্যাম্পে ভ্যাকসিন প্রদান কার্যক্রম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিশেষ অস্থায়ী ক্যাম্পে প্রথম দিন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা মিলিয়ে ২১০ জন ভ্যাকসিন নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ১৬০ জন, নারী ৫০ জন।

বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে স্থাপিত এই বিশেষ অস্থায়ী ক্যাম্পে সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয় ভ্যাকসিন প্রদান কার্যক্রম। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সমন্বয়ক ড. মো. আব্দুল মুহিত সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম দিন সর্বমোট তিনটি বুথে ২১০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। বুথগুলোর একটিতে পুরুষ শিক্ষার্থী, একটিতে নারী শিক্ষার্থী এবং অন্যটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা ভ্যাকসিন নেন। এদের মধ্যে ২০৪ জন নিয়েছেন প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় জন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

প্রসঙ্গত, বিশেষ এই অস্থায়ী ক্যাম্পে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সেখানে প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম চলবে।

সারাবাংলা/পিটিএম

অস্থায়ী ক্যাম্প ঢাকা বিশ্ববিদ্যালয় ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর