এ মাসেই খুলছে দেশের সব বিশ্ববিদ্যালয়
৪ অক্টোবর ২০২১ ১৪:০৫ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১৪:৫২
ঢাকা: চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভাশেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা কী সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বৈঠকে শিক্ষামন্ত্রী বিস্তারিত বলেছেন। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে। তবে এ মাসের মধ্যে সবগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘হলগুলোর অবস্থা তো খুবই খারাপ। হলগুলো বন্ধ ছিল সুতরাং ছাত্র-ছাত্রীদের জিনিসপত্র বা বিছানাপত্র কতটুকু ব্যবহার উপযোগী সেগুলো দেখা দরকার।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ তো আমরা খুলে দিয়েছি, পরীক্ষাও ডিক্লেয়ার করা হয়েছে। শিক্ষামন্ত্রী ইনশিওর করেছেন যে, পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না, যেগুলো অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে। এখন যে অবস্থা আছে— এইরকম কিংবা পরিস্থিতি স্ট্যাবল থাকলে পরীক্ষাগুলো নিয়ে নেওয়া যাবে।’
দেশে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ায় ২০২০ সালের মার্চে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এরইমধ্যে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলগুলো খুলে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ৫ অক্টোবর থেকে এক ডোজ ভ্যাকসিন নেওয়ার শর্তে স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। অন্তত এক ডোজ ভ্যাকসিন দেওয়ার সনদ দেখিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ও সেমিনার লাইব্রেরিতেও যেতে পারবেন শিক্ষার্থীরা।
৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে।
সারাবাংলা/ এএএইচএএচ/একে