কিউকমের সিইও রিপন মিয়া গ্রেফতার
৪ অক্টোবর ২০২১ ১২:৩৯ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১৪:৪৭
ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রতারণার অভিযোগে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ই-কমার্স সাইটটির বিরুদ্ধে গ্রাহকদের পণ্য সঠিক সময়ে ডেলিভারি না দেওয়াসহ টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। পরে দুপুর ১২টার দিকে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হয়।
গত ১৪ সেপ্টেম্বর আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম, ইভ্যালি, ই-অরেঞ্জসহ ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থার সুপারিশ করে আন্তঃমন্ত্রণালয়ের ই-কমার্স বিষয়ক জাতীয় কমিটি।
ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকমসহ অনেকে ই-কর্মার্স প্রতিষ্ঠানের প্রধানসহ বেশ কয়েকজনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/একে