Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি সার্ভারের মাধ্যমে পাত্র-পাত্রীর বয়স যাচাইয়ের প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ২৩:৫৩ | আপডেট: ৪ অক্টোবর ২০২১ ১১:০২

ঢাকা: করোনাকালে বাল্যবিয়ে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সংসদীয় কমিটি। সেজন্য কমিটির বৈঠকে বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের মাধ্যমে বিয়ের আগে পাত্র-পাত্রীর বয়স যাচাইয়ের প্রস্তাব এসেছে। এক্ষেত্রে এনআইডি সার্ভারের তথ্য ব্যবহার করে বিয়ের কাজী নিজের তথ্য ও বিয়ে প্রার্থীদের তথ্য ইনপুট দিয়ে বিয়ের ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ গ্রহণের পদ্ধতি চালুর প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। জাতীয় সংসদের ‘স্ট্রেংদেনিং পার্লামেন্ট’স ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটেড পপুলেশন ইস্যু ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি)’ প্রকল্পের সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এই প্রস্তাব দেন।

সংসদীয় কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ ও বেগম রুমানা আলী উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে আ স ম ফিরোজ ছাড়াও হুইপ মোছা. মাহাবুব আরা গিনি, সংসদ সদস্য মেহের আফরোজ, মো. আব্দুস শহীদ, আ ফ ম রুহুল হক, মো. হাবিবে মিল্লাত, শামীম হায়দার পাটোয়ারী, আরমা দত্ত, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মোছা. শামীমা আক্তার খানম বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয় জানায়, এমপি আ স ম ফিরোজ বাল্যবিয়ে বন্ধে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ টেনে ওই প্রস্তাব দেন। তিনি বাল্য বিবাহ বন্ধে গ্রামভিত্তিক সচেতনতা কার্যক্রম চালুর প্রস্তাব করেন। এছাড়া নারী নির্যাতন বন্ধে থানার একজন মহিলা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত একটি করে ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি তিনি মাদকদ্রব্য প্রতিরোধে প্রতিটি থানায় একজন অফিসার নির্ধারণ করে দেওয়ারও প্রস্তাব করেন।

এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, ‘কমিটির বৈঠকে বাল্যবিয়ে বন্ধে করণীয় নিয়ে আলোচনাকালে বিয়ের আগে পাত্র-পাত্রীর বয়স প্রমাণে এনআইডি যাচাইসহ বেশ কিছু প্রস্তাব এসেছে। সংসদীয় কমিটি ওই বক্তব্য আমলে নিয়েছে। পরবর্তী বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

বিজ্ঞাপন

এদিকে সংশ্লিষ্টরা জানান, বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ বৈঠকে উপস্থাপন করা হয়। বিএপিপিডি’র প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যদের পরামর্শবিষয়ক কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

এনআইডি সার্ভার পাত্র-পাত্রী প্রস্তাব বয়স যাচাই