Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে মাদক মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ২১:১১

নড়াইল: মাদক মামলায় মো. মিঠু (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত মিঠু যশোরের কোতোয়ালি থানার আড়পাড়ার আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে।

মামলার বিরবণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর বেলা ১২টার দিকে নড়াইল সদরের চাঁচড়া থেকে যশোর-নড়াইল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মিঠুর কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে মিঠু দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

সারাবাংলা/এসএসএ

যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর