Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে শিশু ধর্ষকের যাবজ্জীবন


৪ এপ্রিল ২০১৮ ২০:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণ করায় মীর হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০৪ এপ্রিল) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভিন এই রায় দেন।

২০০৮ সালের ১৫ জুন ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ইসলামপুর গ্রামে দোকান থেকে ফেরার পথে শিশুটিকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে মীর হোসেন। এরপর নৃশংসভাবে তার চোখ উপড়ে ফেলা হয়। শিশুটি এখনও জীবিত আছে।

এই ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে ২০০৮ সালের ১৬ জুন ভুজপুর থানায় মামলা করেন। অভিযোগপত্র দাখিলের পর ২০০৯ সালের ১৮ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম সেন্টু সারাবাংলাকে বলেন, মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মীর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন। আসামি এখন হাজতে আছেন।

শিশুটির চোখ উপড়ে ফেলার ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা বিচানাধীন আছে বলে আদালতসূত্রে জানা গেছে।

সারাবাংলা/আরডি/এমআইএস/

আদালত চট্টগ্রাম ধর্ষণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর