Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমছে রেমিট্যান্স প্রবাহ, সেপ্টেম্বরে ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ২০:৫১

প্রতীকী ছবি

ঢাকা: চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম মাস থেকে ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স প্রবাহ। সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৭২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি আগের ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের মে মাসে। ওই মাসে প্রবাসীরা ১৫০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠায়। ফলে সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আগের ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন।

বিজ্ঞাপন

রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১৭২ কোটি ৬৩ লাখ (১ দশমিক ৭২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ৮৫ টাকা ৫০ পয়সা ধ‌রে) এর পরিমাণ ১৪ হাজার ৭৫৯ কোটি টাকা। ২০২০ সালের সেপ্টেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ২১৫ কোটি ১০ লাখ ডলার। ফলে গত বছরের সেপ্টেম্বরের তুলনায় চলতি বছর রেমিট্যান্স কমেছে প্রায় ২০ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, চলতি ২০২১-২০২২ অর্থবছরের শুরুতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ কমতে শুরু করে। সর্বশেষ সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার। এর আগে, আগস্টে প্রবাসীরা ১৮১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। আর নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার ডলার।

২০২০-২১ অর্থবছরের ১২ মাসে প্রবাসীদের রেমিট্যান্স

২০২০-২১ অর্থবছরের প্রবাসীরা ২৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বিদায়ী অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স প্রথমবারের মতো ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। গত বছরের জুলাইয়ে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠায়, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। এরপর আগস্টে রেমিট্রান্স কিছুটা কমে হয় ১৯৬ কোটি ৩০ লাখ ডলার। সেপ্টেম্বরে তা আবার বেড়ে ২১৫ কোটি ১০ লাখ ডলারে উন্নীত হয়। এরপর গত বছরের অক্টোবরে ২১১ কোটি ২০ লাখ ডলার, নভেম্বরে ২০৭ কোটি ৮০ লাখ ডলার, ডিসেম্বরে রেমিট্যান্স ২০৫ কোটি ৬ লাখ ডলার এসেছে।

নতুন বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমতে শুরু করে। চলতি ২০২১ সালের জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ২৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি ৫ লাখ ডলার, মার্চে ১৯১ কোটি ৬৬ লাখ, এপ্রিলে ২০৬ কোটি ৬৭ লাখ ডলার, মে মাসে ২১৭ কোটি ১১ লাখ ডলার, জুন মাসে ১৯৪ কোটি ৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

চলতি অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে মাসে রেমিট্যান্স আসে ১৮৭ কোটি ১৫ লাখ ডলার, আগস্টে ১৮১ কোটি মার্কিন ডলার এবং সেপ্টেম্বর তা আরও কমে ১৭২ তেকাটি ৬৩ লাখ ডলার নেমে আসে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি প্রবাসী রয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জিডিপিতে অবদান রেখেছে ১২ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশ হলো- সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুর ও ইতালি।

সারাবাংলা/জিএস/পিটিএম

কমছে রেমিট্যান্স প্রবাহ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর