বঙ্গবন্ধুর সামনে আবারও শপথ নিয়েছি: পরিকল্পনা প্রতিমন্ত্রী
স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ২০:২১ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ২০:২৯
৩ অক্টোবর ২০২১ ২০:২১ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ২০:২৯
ঢাকা: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আজ বঙ্গবন্ধুর সমাধির সামনে দ্বিতীয়বার শপথ নিয়েছি। এর আগে প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছিলাম। এই শপথ অক্ষরে অক্ষরে পালন করে চলব।
রোববার (৩ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শপথ নেওয়া শেষে মোবাইলে সারাবাংলাকে নিজের এই অনুভূতির কথা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
এসময় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ এবং সশ্রদ্ধ সালাম জানান ড.শামসুল আলম। সেই সঙ্গে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল নিহত সদস্য এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সারাবাংলা/জেজে/এসএসএ