Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু ফায়ার সার্ভিস একাডেমির জন্য ১০০ একর জমি পেয়েছি’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৮:৫৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১৯:৩৫

ঢাকা: মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ফায়ার সার্ভিস একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একশ একর জমি বরাদ্দ পেয়েছি। এ ছাড়া হাই লেডার ক্রয়ের জন্য একশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। এগুলো বিভাগীয় শহরে বরাদ্দ দেওয়া হবে।

রোববার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক প্রশমন দিবস উদযাপন এবং সিপিপির ৫০ বছর উপলক্ষে ঢামেক হাসপাতালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া শেষে এ সব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয়তম মহড়া হলো। এর আগে দুই জায়গায় মহড়া হয়েছে। আগ্নিকাণ্ডের খবর পেয়ে কীভাবে ফায়ার সার্ভিস আগুন নির্বাপণ করে সেটি দেখলাম। আজকের মহড়ায় ফায়ার সার্ভিস এবং ভলেন্টিয়ারদের কাজ দেখে মনে হয়েছে সত্যি সত্যি আগুন লেগেছে।’

ডা. এনামুর রহমান বলেন,‘১১টি হাই লেডার মেশিন ক্রয় করা হবে। ঢাকা মহনগরের জন্য দুইটি। তিনটি চট্টগ্রাম শহরের জন্য এবং বাকি ছয়টি বিভাগীয় শহরের জন্য।’

তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দুর্যোগে ঘুমান না। সকাল দুপুর রাতে সব সময় খোঁজ খবর নেন।’

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় আজ ফায়ার সার্ভিস স্বয়ংসম্পূর্ণ। জীবন দিয়ে মানুষকে রক্ষা করার চেষ্টা করে। কিছুদিন ঢাকা মেডিকেলের আইসিইউতে আগুন লেগেছিল। প্রথমে হাসপাতালের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। আজকের মহড়ায় অবশ্যই সবার উপকারে আসবে।’

ভবন নির্মাণে প্ল্যান পাসের অসঙ্গতি তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, ‘রাজউক এমন এমন প্ল্যান পাস করে যেখান দিয়ে অ্যাম্বুলেন্স ও গাড়ি ঢুকতে কষ্ট হয়।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলের মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসিন, অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার সেন ডিএনসি, লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব ফরিদ আহমেদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের মহড়ার জন্য হাসপাতালের তৃতীয় তলার ছাদে আগুন লাগানোর জন্য ডামি তৈরি করা হয়। সেখানে স্বেচ্ছাসেবক ও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রেসপন্স টিমের কাজ করে। মহড়ায় দেখানো হয় আগুন লাগলে ফায়ার সার্ভিস কীভাবে আগুন নেভায় এবং আহতদের কীভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালে দায়িত্বরত আনসার কমান্ডার আব্দুল আওয়াল তার আনসার সদস্যদের নিয়ে বিভিন্ন বিষয়ে সাহায্য করেন।

সারাবাংলা/এসএসার/একে

টপ নিউজ ডা. এনামুর রহমান দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর