Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ শিক্ষার্থী নিখোঁজ মামলায় রাকিব রিমান্ডে, ৩ আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ১৯:১৩

ঢাকা: রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ ৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ৪ আসামির মধ্যে মো. রকিব উল্লাহার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৩ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন মো. তরিকুউল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া ওরফে রোজ এবং শরফুদ্দিন আহমেদ অয়ন।

এর আগে মামলাটি তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই মো. সজিব খান এই চার আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

গত ২ অক্টোবর রাতে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন।

নিখোঁজ তিন শিক্ষার্থীরা প্রত্যেকে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের একজন, পল্লবী ডিগ্রি কলেজের একজন ও দুয়ারি পাড়া কলেজের একজন শিক্ষার্থী। তারা একে অপরের বান্ধবী বলেও জানিয়েছে পরিবার।

গত ৩০ সেপ্টেম্বর পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি -ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, একটি মানব-পাচারকারী চক্রের সদস্যরা ওই তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় ওই তিন শিক্ষার্থী নগদ টাকা ,স্বর্ণালংকার ,স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এআই/একে

টপ নিউজ নিখোঁজ পল্লবী রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর