বেনাপোলে পণ্যবাহী ট্রাকের ভেতর চালকের মরদেহ
৩ অক্টোবর ২০২১ ১৫:১৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১৬:৩৯
বেনাপোল (যশোর): জেলার বেনাপোল বন্দর এলাকার রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক সিরিয়ালে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতরে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত চালকের নাম কাজল হোসেন (৫২)।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাজল হোসেন মারা গেছেন বলে দাবি করা হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকালে বেনাপোল দিঘীরপাড় শাহাজালাল তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। ট্রাক চালক কাজল হোসেন বরিশালের ঝালকাঠি জেলার মৃত হোসেন আলীর ছেলে।
ঘটনাস্থালে উপস্থিত থাকা ট্রাক চালকরা জানান, বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানির জন্য তারা ঢাকা থেকে বেনাপোলে আসে। এ সময় কাজল হোসেন নিজের পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রেখে রাতে ঘুমায়। আজ (রোববার) সকালে গাড়ির ভিতরে ঘুমান্ত অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের কাছে ফোন দিয়ে ঘটনাটি জানানো হয়েছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোস্তাফিজুর রহমান জানান, শুনেছি হৃদরোগ আক্রান্ত হয়ে একজন ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
সারাবাংলা/এনএস