Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের ব্যবধানে আবারও তাইওয়ানের আকাশে চীনের ৩৯ বিমান

আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর ২০২১ ১৪:৪৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১৪:৪৬

একদিনের ব্যবধানে চীনের ৩৯টি যুদ্ধবিমান আবারও নিজেদের প্রতিরক্ষা জোনের ওপর দিয়ে উড়ে গেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। শনিবার (২ অক্টোবর) চীনের বিমানগুলো দেশটির আকাশসীমায় প্রবেশ করে। খবর বিবিসি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকালে ও সন্ধ্যায় দুই দফায় ৩৯টি চীনের যুদ্ধবিমান তাদের আকাশসীমায় প্রবেশ করে।

এর আগে গত শুক্রবার (১ আক্টোবর) তাইওয়ানের প্রতিরক্ষা জোনের ওপর দিয়ে চীনের ৩৮টি যুদ্ধবিমান উড়ে যায়। এর মধ্যে পারমাণবিক বোমা বহনে সক্ষম যুদ্ধবিমানও রয়েছে। এ ঘটনার পরদিনই আবারও ৩৯টি চীনের বিমান দেশটির আকাশে প্রবেশ করল।

আরও পড়ুন: তাইওয়ানের প্রতিরক্ষা জোনে চীনের ৩৮ বিমান

গতকাল শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ২৫টি বিমান দিনের আলোতে দেশটির এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের (এডিআইজেড) দক্ষিণ-পশ্চিমাংশে প্রবেশ করে এবং প্রাতাস দ্বীপপুঞ্জের কাছে দিয়ে উড়ে যায়। এরপর শুক্রবার সন্ধ্যায় আরও ১৩টি বিমান তাইওয়ান ও ফিলিপাইনের জলসীমার ওপর দিয়ে উড়ে যায়।

তারা আরও জানায়, পারমাণবিক সক্ষম বোমারু বিমানসহ বিমানগুলো এডিআইজেড এলাকায় প্রবেশ করেছে। তাইওয়ানের বিমান বাহিনী এর দ্রুত জবাব দেয় এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদযাপন করছে বেইজিং। তবে তাইওয়ানের এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দেশটি কোনো মন্তব্য করেনি। তবে এর আগে বলা হয়েছিল, চীনের স্বাধীনতা রক্ষা এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের ঐক্যের জন্য এই ধরনের বিমান মহড়া পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

মূলত গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে মনে করে চীন, কিন্তু তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। দেশটি এক বছরেরও বেশি সময় ধরে চীনের বিমান বাহিনীর বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ করে আসছে।

সারাবাংলা/এনএস

৩৯টি যুদ্ধবিমান চীন টপ নিউজ তাইওয়ান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর