Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবানীপুর উপনির্বাচনে এগিয়ে মমতা

আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর ২০২১ ১২:০২ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১৪:৫০

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে ভোট গণনা চলছে। এতে ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বোরবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ভবানীপুরের এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ভোট গণনা শুরু হয়। গণনা হবে ২১ রাউন্ড। গণনাকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়, এখন তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে। এতেও ৪ হাজার ৬০০ ভোটের ব্যবধানে এগিয়ে রযেছেন মমতা। এদিকে প্রথম রাউন্ড শেষে প্রায় ২৭৯৯ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এতে ৩ হাজার ৬৮০ ভোট পেয়েছেন। আর বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১ ভোট এবং সিপিএ প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৮৫টি ভোট পেয়েছেন।

ভবানীপুর উপনির্বাচনে ৫৭ শতাংশের বেশি ভোট পড়েছে। এই নির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মমতার বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিল আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও সিপিএম’র আইনজীবী শ্রীজীব বিশ্বাস। আজ (রোববার) দুপুর ২টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে।

সারাবাংলা/এনএস

তৃণমূল কংগ্রেস ভবানীপুর উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর