Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয় জেলেদের ইলিশ ধরা বন্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২১ ০৯:৫২ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১৩:০২

পটুয়াখালী: সাগর ও নদীতে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ২০০৬ সাল থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সরকার। এতে বেড়েছে ইলিশের উৎপাদন। ইতোমধ্যেই মহিপুর ও আলীপুরের শিববাড়িয়া নদীতে এসে পৌঁছেছে সমুদ্রগামী মাছধরা হাজারো ট্রলার।

নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রণোদনা বাড়ানোসহ প্রতিবেশি দেশের জেলেদের মাছ ধরা বন্ধে কার্যকরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন জেলে ও ব্যবসায়ীরা।

পটুয়াখালী জেলার নিবন্ধিত ৬৩ হাজার ৮০০ ইলিশ শিকারি জেলেদের ২৫ অক্টোবরের মধ্যে ২০ কেজি করে চাল প্রদান করা হবে বলে জানা গেছে।

সারাবাংলা/এএম

ইলিশ টপ নিউজ পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর