এক মাস ধরে সিএমএইচে ভর্তি রওশন এরশাদ
২ অক্টোবর ২০২১ ২৩:৫৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ১০:৫৫
ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ অসুস্থ হয়ে গত একমাস ধরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন। তিনি সিএমএইচে অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডে থেকে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২ অক্টোবর) জাতীয় পার্টির দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত এক মাস আগে বেগম রওশন এরশাদের পাকস্থলী ও শরীরে অক্সিজেন কমে যাওয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। একা একা হাঁটতে পারেন না। অন্যের সহযোগিতা নিয়ে চলাফেরা করতে হয়। হাসপাতালে ফিজিশিয়ানরা তাকে ব্যায়াম করান।
সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, যখন তিনি (রওশান এরশাদ) হাসপাতালে ভর্তি হন তখন তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। তবে বর্তমানে পাকস্থলী ও শরীরে অক্সিজেনের সমস্যা অনেকটা কেটে গেছে।
সারাবাংলা/এএইচএইচ/এমও