জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর দাফন সম্পন্ন
সিনিয়র করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ২২:০০
২ অক্টোবর ২০২১ ২২:০০
ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেকমন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২ অক্টোবর) বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা শেষে মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা ও দাফনে জাতীয় পার্টি সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মশিউর রহমান রাঙ্গা, তার পরিবারের সদস্য এবং দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম