Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৃঙ্খলা ভেঙে হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

ঢাবি করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ২১:২৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২১ ০২:৫৯

ঢাকা: শৃঙ্খলা ভঙ্গ করে তালা ভেঙে হলে প্রবেশ করা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ পাঠাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন হলে বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন চালু করে হলে অবস্থান করা শিক্ষার্থীদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম. সৈয়দ।

বিজ্ঞাপন

অধ্যাপক ইশতিয়াক জানান, হল পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গ করে তালা ভেঙে হলে প্রবেশ করেছে, তাদের এই কাজের ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এছাড়া বিভিন্ন হলে যেসব শিক্ষার্থী বিদ্যুৎ ও পানির লাইন চালু করে অবস্থান করছে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর হল খোলার নির্দেশনা দিলেও এই সিদ্ধান্ত ভেঙে ওই দিন দুপুরেই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এছাড়া প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির শনিবারের সভায় আগের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবরই হল খোলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর