Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের ১৭ কোটি মানুষের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ২১:১০

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, দেশের ১৭ কোটি মানুষের উন্নয়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের উন্নয়নই প্রধানমন্ত্রীর একমাত্র লক্ষ্য।

শনিবার (২ অক্টোবর) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের নবনির্মিত চার তলা একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামী প্রজন্মের মধ্যে তার আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আগামীর প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি সেই স্বাধীনতা বিরোধীরা কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভূ-লুণ্ঠিত করার চেষ্টা চলছে। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র কোনোদিন সফল হয়নি।’

মন্ত্রী দেশ গঠনে প্রধানমন্ত্রীর নানা সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনার মতো যোগ্য নেতৃত্ব বাঙালি জাতির জন্য আশীর্বাদ। চলমান করোনা মহামারি মোকাবিলা করে দেশের অর্থনীতি ও জীবনযাত্রার মান তিনি যেভাবে স্বাভাবিক রেখেছেন তা তার দূরদর্শী দিক নির্দেশনা ও বিচক্ষণতার একটি দৃষ্টান্ত।’

নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণের আগে পদ্মাসেতু, মেট্রোরেলের মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হবে- এ স্বপ্ন কেউ দেখেনি। আজ এসব মেগা প্রকল্প স্বপ্ন নয়, বাস্তব। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যার দৃঢ় নেতৃত্বে।’ পরে মন্ত্রী সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের নবনির্মিত চার তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধান চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মান্নান, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর