Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিআরবি রক্ষার দাবিতে সিপিবির মশাল মিছিল

সারাবাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২১ ২০:৪৮

চট্টগ্রাম ব্যুরো: বেসরকারি হাসপাতাল প্রকল্প বাতিল করে চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা কমিটি। সমাবেশ থেকে অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর সিআরবির শিরিষতলায় বিক্ষোভ সমাবেশ শেষে সন্ধ্যায় মশাল মিছিল বের হয়।

বিজ্ঞাপন

সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতা মৃণাল চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের সকল শ্রেণিপেশার মানুষ সিআরবিতে হাসপাতালের বিরুদ্ধে গত চার মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হচ্ছে না। সরকার কানে দিয়েছি তুলা, পিঠে বেঁধেছি কুলা- নীতি অবলম্বন করছে।’

চট্টগ্রামবাসী না চাইলে কোনো প্রকল্প চাপিয়ে দেওয়া হবে না- রেলমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে জেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘রেলমন্ত্রীকে বলতে চাই, কিছু অর্থলোভী, লুটেরা ছাড়া সিআরবিতে হাসপাতালের পক্ষে কেউ নেই। অবিলম্বে এই প্রকল্প বাতিল করে আনুষ্ঠানিক ঘোষণা দিন। জনগণের সরকার হিসেবে যদি নিজেদের মনে করেন তাহলে জনগণের পাশে দাঁড়ান, লুটেরা দস্যুদের পাশে দাঁড়াবেন না।’

সিআরবির বাইরে চট্টগ্রামের যেকোনো স্থানে আধুনিক মানসম্মত একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের দাবি জানান সিপিবি নেতারা।

সিপিবি, চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড আব্দুল নবীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর ও নূরুচ্ছাফা ভূঁইয়া এবং রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা সাদেক চৌধুরী।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

সিআরবি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর