দেশে পৌঁছাল কোভিশিল্ডের ৭ লাখ ৯২ হাজার ডোজ ভ্যাকসিন
২ অক্টোবর ২০২১ ১৮:৪২ | আপডেট: ২ অক্টোবর ২০২১ ২৩:১৯
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম। এই কার্যক্রমে যুক্ত হলো আরও সাত লাখ ৯২ হাজার ডোজ ভ্যাকসিন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনাকার ফর্মূলায় প্রস্তুত কোভিশিল্ড নামে পরিচিত এই ভ্যাকসিন দেশে পৌঁছেছে শনিবার (২ অক্টোবর)। কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় জার্মানি থেকে বিকেল ৫ টা ১৬ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ভ্যাকসিন দেশে পৌঁছায়।
সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ শাহরিয়ার। তিনি বলেন, ‘বিকেল ৫টা ১৬ মিনিটে জার্মানি থেকে কাতার এয়ারওয়েজের বিমানে করে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।’
ভ্যাকসিন গ্রহণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
সারাবাংলা/এসবি/পিটিএম