Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খ’ ইউনিটে ঢাবির ভর্তি পরীক্ষায় চবিতে অনুপস্থিত ৩৮০ জন

চবি করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২১ ১৭:৫৬

চট্টগ্রাম ব্যুরো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৩৮০ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। যা শতকরা ১৩.৩৩ শতাংশ।

শনিবার (২অক্টোবর) শিক্ষার্থীদের অনুপস্থিতির তথ্য চবি প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ২ হাজর ৮৫১ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর বিপরীতে অংশ নিয়েছেন ২ হাজার ৪৭১ জন। উপস্থিতি ৮৬.৬৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৮০ জন যা শতকরা ১৩.৩৩ শততাংশ। দ্বিতীয় দিনের পরীক্ষাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।’

আগামী শনিবার (৯ অক্টোবর) চ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে চবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ৯৪৩ জন।

সারাবাংলা/সিসি/এমও

খ ইউনিট ঢাবির ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর